biologyschool-logo
ফিচার ছবি-ব্লগ (4)

শ্রীলংকা জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ প্রশ্ন

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের প্রস্তুতি সহায়ক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রশ্ন বাংলায় প্রকাশের অংশ হিসেবে প্রকাশিত। আজকের পর্বে ২০২১ সালে অনুষ্ঠিত শ্রীলংকার জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন বাংলায় প্রকাশ করা হলো।

শ্রীলংকা জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ নির্দেশনা

প্রশ্নপত্রটি দুইটি ভাগে বিভক্ত: A এবং B

পার্ট A : ২০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে একটিমাত্র সঠিক উত্তর থাকবে। পূর্ণমান ১০০।

পার্ট B : ১০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে এক বা একাধিক সঠিক উত্তর থাকবে।  পূর্ণমান ১০০।

 

পার্ট A: ১-২০ নং প্রশ্ন হতে একটিমাত্র সঠিক তথ্য বা সর্বোচ্চ উপযুক্ত (most appropriate) তথ্য নির্বাচন করো।

১। কোষে বিদ্যমান উপাদান সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?

(1) সকল কোষীয় উপাদান মেমব্রেন দিয়ে আবৃত

(2) সকল কোষীয় উপাদান সাইটোসলে থাকে।

(3) কোষে বিদ্যমান সকল উপাদানই অঙ্গাণু হিসেবে বিবেচ্য।

(4) কোষে বিদ্যমান কিছু উপাদানের আকার ০.২ মাইক্রোমিটারের বেশি।

(5)  কোষীয় উপাদানগুলো শুধু ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়।

 

২।  অ্যালোস্টেরিক রেগুলেশনের সাপেক্ষে নিচের কোন তথ্য সত্য?

(1) দুই বা ততোধিক সাব-ইউনিট দিয়ে গঠিত এনজাইমে অ্যালোস্টেরিক রেগুলেশন ঘটে ।

(2) এনজাইমের সক্রিয়া প্রান্তে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর যুক্ত হতে পারে।

(3) Cooperativity এর মাধ্যমে এনজাইমের ক্যাটালাইটিক ক্রিয়া বৃদ্ধি পায়  

(4) সকল মেটাবলিক পাথওয়ের সাথে এনজাইমের ক্যাসকাড (Cascade) জড়িত।

(5) প্রোক্যারিওটিক জীবে অ্যালোস্টেরিক রেগুলেশন ঘটে না।

 

৩। C3 উদ্ভিদের  ক্যালভিন সাইকেলে (Calvin cycle) নিচের কোন অণু পাওয়া যায়?

  1. a) ৩-ফসফোগ্লিসারেট b) RuBP                         c) ১,৩ বিস ফসফোগ্লিসারেট                            d) গ্লিসারেলডিহাইড ৩ ফসফেট

ক্যালভিন সাইকেলে প্রাপ্ত উপরোক্ত উপাদানগুলোর সঠিক ক্রম নিচের কোনটি?

(1) a, b, d, c       (2) b, a, c, d        (3) d, b, a, c   (4) b, c, a, d  (5) a, c, d, b

 

৪। জৈবিক বৈচিত্র্যের বিবর্তনের ক্ষেত্রে নিচে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে কোনটি সঠিক তথ্য প্রকাশ করে?

(1) আদি পৃথিবীর বায়ুমন্ডল ক্ষুদ্র জৈব অণুর বায়োটিক সংশ্লেষণ ঘটানোর জন্য সহায়ক ছিল।

(2) আদি প্রোটোসেলের (Protocell) প্রোটিন জৈবরাসায়নিক বিক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করে।

(3) RNA ধারণকারী প্রোটোসেলের স্ব-রেপ্লিকেশন (self-replication) ক্ষমতা ছিল।

(4) প্রথম বায়ুমন্ডলে অক্সাইড ছিল না

(5) জৈবিক ও রাসায়নিক পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রথম সজীব কোষের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

  

৫। প্রতিটি প্রজাতির জীববিজ্ঞান ভিত্তিক সজ্ঞার পাশাপাশি মরফোলজিক্যাল, ইকোলজিক্যাল ও ফাইলোজেনেটিক সজ্ঞা থাকে। এসকল বিষয়ের আলোকে প্রজাতির অধিকতর সঠিক সজ্ঞা হলো——————–।

  • অন্য গ্রুপ থেকে ভিন্ন এবং স্বতন্ত্র মরফোলজিক্যাল বৈশিষ্ট্য ধারণকারী জীবের গ্রুপ
  • জীবের এমন একটি গ্রুপ যারা আন্তঃপ্রজনন ঘটাতে এবং উর্বর সন্তানাদি উৎপাদন করতে পারে না।
  • জীবের এমন একটি গ্রুপ যারা একটি নির্দিষ্ট ইকোসিস্টেমে বাস করে
  • জীবের এমন একটি গ্রুপ যারা ফাইলোজেনেটিক ট্রিতে একটি সাধারণ পূর্বপুরুষের অংশ হিসেবে প্রকাশিত।
  • জীবের এমন একটি গ্রুপ যাদের জীনতাত্ত্বিক গঠন অভিন্ন

 

৬) কান্ডের শীর্ষ মুকুলের ভাজক টিস্যুর সাথে তুলনা করলে দেখা যায় মূলের ভাজক টিস্যু————

  • কোষ বিভাজনের অ্যানাফেজ II দশায় কোষ ধারণ করে
  • ডিপ্লয়েড টিস্যু দিয়ে সুরক্ষিত কোষ ধারণ করে
  • প্বার্শীয় অঙ্কুর (Lateral bud) তৈরি করে না
  • ক্লোরোপ্লাস্ট নেই এমন কোষ ধারণ করে
  • শুধুমাত্র প্রাথমিক বৃদ্ধি ঘটে

৭) নিচের কোনটির কারণে পাতার স্টোম্যাটা বন্ধ হয়?

  • ভারী ঝড়ো হাওয়া
  • সাবস্টোম্যাটাল গহবরে কার্বন-ডাই-অক্সাইডের ঘনমাত্রা হ্রাস পাওয়া
  • প্রহরী কোষে (Guard cells) পটাশিয়ান আয়ন জমাবদ্ধ হলে
  • জাইলেম টিস্যুতে (ABA) উৎপাদন
  • প্রহরী কোষের ক্লোরোপ্লাস্টে উচ্চমাত্রায় সালোকসংশ্লেষণ

৮) সপুষ্পক উদ্ভিদের গ্যামিটোফাইট সম্পর্কে নিচের কোনটি সত্য?

  • তারা এককোষী
  • গর্ভাশয়ের মধ্যে প্রবৃদ্ধি ঘটে
  • একটি শক্ত প্রাচীর দিয়ে নিউক্লিয়াস আবৃত থাকে
  • মায়োসিসের ফলে উৎপন্ন হয়
  • পুরুষ গ্যামিটোফাইটের তুলনায় স্ত্রী গ্যামিটোফাইটে একাধিক নিউক্লিয়াস থাকে

৯) অ্যালডোস্টেরন হরমোন নিঃসরণে বাঁধা দানকারী ওষুধের ফলে———-

  • মূত্রে পটাশিয়াম আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে
  • মূত্র অবমক্তির পরিমাণ হ্রাস পাবে
  • মূত্রে ইউরিয়ার পরিমাণ কমে যাবে
  • মূত্রে সোডিয়াম আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে
  • মূত্রে গ্লুকোজের ঘনমাত্রা বৃদ্ধি পাবে

১০) Humoral immune response  হল————

  • ইনেট ইমিউনিটি (Innate immunity) যেখানে মেমোরি T কোষ উৎপন্ন হয়
  • অ্যাডাপটিভ ইমিউনিটি (Adaptive immunity) প্রাকৃতিক ঘাতক কোষ (killer cells) উৎপন্ন হয়
  • ইনেট ইমিউনিটি (Innate immunity) যেখানে সাইটোটক্সিক T কোষ উৎপন্ন হয়
  • অ্যাকিউরড ইমিউনিটি (Acquired immunity) যেখানে এন্টিমাইক্রোবিয়াল প্রোটিন উৎপন্ন হয়
  • অ্যাডাপটিভ ইমিউনিটি (Adaptive immunity) প্রাকৃতিক ঘাতক কোষ (killer cells) উৎপন্ন হয়

১১) নিচে প্রদত্ত কোষ ও তা থেকে নিঃসরণের তথ্যের আলোকে কোনটি সত্য?

  • লালা গ্রন্থির কোষ=গ্লাইকোপ্রোটিন
  • পাকস্থলির প্রধান কোষ=পেপসিন
  • পাকস্থলির প্বার্শগঠনকারী (Parietal) কোষ= হাইড্রোক্লোরিক এসিড
  • ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়াল কোষ=লাইপেজ
  • হেপাটোসাইট=নিউক্লিওটিডেজ

 

১২) একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসের আয়তন ও ক্ষমতার ক্ষেত্রে ভাইটাল ক্ষমতা (vital capacity) ৪৮০০ মিলিলিটার, টাইডাল আয়তন (Tidal volume) ৫০০ মিলিলিটার ও এক্সপাইরেটরি রিজার্ভ আয়তন (Expiratory reserve volume) ১৫০০ মিলিলিটার হলে তার ইন্সপাইরেটরি ক্ষমতা (inspiratory capacity) কত?

  • ২০০০ মিলিলিটার (2) ২৮০০ মিলিলিটার (3) ৩৩০০ মিলিলিটার (4) ৩৮০০ মিলিলিটার (5) ৪৩০০ মিলিলিটার

 

১৩) নিচের কোন রিসেপ্টর সবচেয়ে গভীরে অবস্থিত?

  • অলফ্যাক্টরি রিসেপ্টর কোষ
  • মেইসনার করপাসকেল (Meissner corpuscles)
  • টেস্ট কোষ
  • মার্কেল ডিস্ক
  • পাকসিনিয়ান করপাসকেল (Pacinian corpuscle)

 ১৪) একজন স্বাভাবিক নারীর (যার সেক্চুয়াল রিলেশন হয় নি) ঋতুস্রাবের সময় সকল কোষ নিচে প্রদত্ত কোনো একটি প্রতিক্রিয়া প্রদান করে। উল্লেখিত

  • প্রথম পোলার বডি, ওভাম, প্রাইমারি ওউসাইট (oocyte)
  • প্রথম পোলার বডি, সেকেন্ড পোলার বডি, উগোনিয়াম (oogonium)
  • প্রাইমর্ডিয়াল জার্ম কোষ, উগোনিয়াম, ওভাম
  • প্রাইমর্ডিয়াল জার্ম কোষ, প্রথম পোলার বডি, সেকেন্ডারি উসাইট
  • উগোনিয়াম, প্রাইমারি উসাইট, সেকেন্ড পোলার বডি

১৫) ভিট্রেয়াস হিউমারের (vitreous humor) কাজ———-

  • লেন্স থেকে বর্জ্য দূর করা
  • আলোক রশ্মির প্রতিসরণ ঘটানো
  • লেন্স ক্যাপসুলে পুষ্টি সরবরাহ
  • নির্দিষ্ট স্থানে লেন্স ধারণ করা
  • লেন্সের পুরুত্ব পরিবর্তনে অবদান রাখা

 

১৬) অসত্য তথ্য নির্ণয় কর।

  • জীনে একটি অ্যালিল (allele) উপস্থিত থাকলে জীনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না
  • ABO রক্ত গ্রুপ পদ্ধতিতে নির্দিষ্ট লোকাসে (locus) তিনটি অ্যালিল থাকে
  • অ্যালিল হলো জীনের বিকল্প রূপ
  • Aa জেনোটাইপ হোমোলোগাস ক্রোমোসোমের অভিন্ন নিউক্লিওটাইড সিকোয়েন্স প্রকাশ করে
  • অ্যালিলগুলোর পারস্পারিক ক্রিয়ার ফলে অনেকসময় একটি বৈশিষ্ট্য গঠিত হয়

১৭) নিচের কোন তথ্যটি সঠিক?

  • মিউটেশন ঘটলে জীন পুলে পরিবর্তন দেখা যায়
  • হার্ডি-ওয়েনবার্গ সমতা রক্ষার জন্য অ্যালিল (জীন) ফ্রিকোয়েন্সি অবশ্যই পরিবর্তিত হতে হবে
  • মাইগ্রেশনের ফলে কোনো একটি পপুলেশনের জীনতাত্ত্বিক পরিবর্তন হয় না
  • ইনব্রিডিংয়ের ফলে কোনো একটি পপুলেশনে হেটারোজাইগোট ধর্ম বৃদ্ধি পায়
  • জিনোম ডাবলিংয়ের ক্ষেত্রে পলিপ্লয়ডি কোনো সহায়তা করে না

১৮) নিচের চিত্রে দুই প্রকার জীন মিউটেশনের ফলাফল দেখানো হয়েছে-

 

১৯) প্রজাতির বৈচিত্র ও সংরক্ষণের ক্ষেত্রে নিচেরে কোন তথ্য সঠিক?

  • মাইগ্রেশনের ফলে প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধির গতি হ্রাস পায়
  • ধারণা করা যায় যে, আগামী ৩০ বছরের মধ্যে প্রায় শতকরা ৩০ ভাগ প্রজাতি হুমকির সম্মুখীন হবে
  • সেশেলসের বৃহাদাকার কচ্ছপ একটি বিলুপ্ত প্রজাতি
  • স্থানীয় প্রজাতি () কেনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা দেশে বাস করে এবং পৃথিবীর অন্য কোথাও এটি পাওয়া যায় না
  • কোনো একটি বাস্তুসংস্থানের কাজ ও স্থিতিশীলতার জন্য ফ্লাগশিপ স্পিসিস (Flagship species) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

20) কোভিড-১৯ এর জন্য যারা সাধারণ ভ্যাকসিন ডোজ গ্রহণ করেছে তাদের বুস্টার ডোজ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে। নিচের কোন ভ্যাকসিনের ক্ষেত্রে বুস্টার ডোস প্রয়োজন নেই?

  • ইনফ্লুয়েন্জা
  • কলেরা
  • হাম
  • হেপাটাইটিস-বি
  • জলাতঙ্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Read more blogs

কোষ কাকে বলে?

কোষের গঠন ও কাজ নিয়ে কোষ বিজ্ঞান আলোচনা করে। এটা সত্য যে কোষ হল জীবের

Read more »