বিজ্ঞানের অন্যতম শাখা জীববিজ্ঞান। জীবনের বিভিন্ন বিষয় নিয়ে জীববিজ্ঞান আলোচনা করে থাকে। জীব গঠনের মৌলিক একক থেকে শুরু করে জীবের গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিত্যনতুন উদ্ভাবন থেকে শুরু করে পৃথিবীতে টিকে থাকার জীব নির্ভর বিভিন্ন পদ্ধতি উদ্ভাবিত হচ্ছে জীববিজ্ঞান গবেষণার মাধ্যমে। সারাবিশ্বে শিক্ষার্থী ও গবেষকদের কাছে জীববিজ্ঞান একটি আকর্ষণীয় বিষয়। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যেও জীববিজ্ঞান বিষয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞানকে আগ্রহী করতে গতানুগতিক শিক্ষা পদ্ধতির পাশাপাশি জীববিজ্ঞান বিষয়ক বিভিন্ন আয়োজন হয়ে থাকে। এমন একটি আয়োজন ‘জীববিজ্ঞান উৎসব’। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত এই উৎসব বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় জীববিজ্ঞান আসর। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞান প্রসারে এবং জীববিজ্ঞান সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ার লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড যাত্রা শুরু করে। জীববিজ্ঞান বক্তৃতা, অলিম্পিয়াডসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞান প্রসারে এই প্রতিষ্টান কাজ করে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে জীববিজ্ঞান উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।
জীববিজ্ঞান উৎসব ২০২৫-এ কী আয়োজন থাকছে?
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিবছর জীববিজ্ঞান উৎসবের আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়। মূলত এই আয়োজনে শিক্ষার্থীরা জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে নিজেদের জীববিজ্ঞান দক্ষতা যাচাই করে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদেরকে জীববিজ্ঞানের প্রতি অধিক আগ্রহী করার সুযোগ পায়। জীববিজ্ঞান উৎসবের প্রাথমিক ধাপ আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড। শিক্ষার্থীরা আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য অনলাইন প্লাটফর্মে রেজিস্ট্রেশনের করে। এই বছর দেশের দশটি অঞ্চলে এই আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছর চট্টগ্রাম, সিলেট, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, রংপর, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী অঞ্চলে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব আয়োজিত হবে। আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় জীববিজ্ঞান উৎসব। জাতীয় উৎসবে বিজয়ীরা আন্তর্জাতিক মানের বায়োক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবে। বায়োক্যাম্পে নির্বাচিত শিক্ষার্থীদের উচ্চতর প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে বাংলাদেশ দল ঘোষণা করা হবে যারা আন্তজার্তিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এবছর আন্তজার্তিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৬ তম আসর বসবে ফিলিপাইনের কুইজন শহরে।
জীববিজ্ঞান উৎসবে কারা অংশগ্রহণ করে?
দেশের শিক্ষার্থীদের জীববিজ্ঞানের প্রতি আগ্রহী করতে ও বিজ্ঞান সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ার লক্ষ্যে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি প্রতিবছর জীববিজ্ঞান উৎসব আয়োজন করে থাকে। দেশের ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই উৎসবে অংশগ্রহণ করে নিজেদের জীববিজ্ঞানের দক্ষতা যাচাই ও আগামীতে নিজেকে জীববিজ্ঞানের প্রতি আগ্রহী করে গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করে। জীববিজ্ঞান উৎসবে তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাংলা মাধ্যমের ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি, নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সেকেন্ডারি ক্যাটাগরি এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা হায়ার সেকেন্ডার ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। ইংরেজি মাধ্যমের স্টান্ডার্ড ৬ থেকে স্টান্ডার্ড ৮ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি, ‘ও’ লেভেলের শিক্ষার্থীরা সেকেন্ডারি ক্যাটাগরি এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের সময় যে মাধ্যম (বাংলা বা ইংরেজি) নির্ধারণ করবে, উৎসবের দিন তাদেরকে সেই মাধ্যমের প্রশ্ন সরবরাহ করা হবে। এছাড়াও শিক্ষার্থীরা গত জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দে যে শ্রেণিতে অধ্যয়নরত ছির সেই শ্রেণি হিসেবে ক্যাটাগরি নির্ধারিত হবে। অনলাইনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা নির্দিষ্ট দিনে আঞ্চলিক ভেন্যুতে অনুষ্ঠিতব্য জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করবে।
জীববিজ্ঞান উৎসব ২০২৫ এ কিভাবে রেজিস্ট্রেশন করবে?
জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সাইটে প্রদত্ত তথ্যফরম পূরণ ও ফি জমা দিয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করবে। উৎসবের দিন তাদেরবে বাধ্যমূলকভাবে প্রবেশপত্র নিয়ে আসতে হবে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবছর আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা registration.bdbo.net সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। ইতিমধ্যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে উল্লেখিত সাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন ফি তিনশত টাকা যা বিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে। আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের ভেন্যু ও সময়সূচি সম্পর্কে bdbo.org/reg সাইটে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের জীববিজ্ঞান উৎসবের কারিগরি সহযোগী ল্যাব বাংলা, প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞান চিন্তা ও কিশোর আলো। ২০২৫ সালের জীববিজ্ঞান উৎসবের মূল প্রতিপাদ্য ‘ফিলিপিন্সে লাল সবুজ’।