biologyschool-logo
শ্রীলংকা জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২০

শ্রীলংকা জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ (প্রশ্ন ও উত্তর)

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের প্রস্তুতি সহায়ক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রশ্ন বাংলায় প্রকাশের অংশ হিসেবে আমাদের আয়োজন। আজকের পর্বে ২০২০ সালে অনুষ্ঠিত শ্রীলংকার জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন বাংলায় প্রকাশ করা হলো।

শ্রীলংকা জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ নির্দেশনা

প্রশ্নপত্রটি দুইটি ভাগে বিভক্ত: A এবং B

পার্ট A : ৪০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পূর্ণমান ৪০।

পার্ট B : ২০ টি সঠিক-অসঠিক যাচাই প্রশ্ন থাকবে। পূর্ণমান ৬০।

পার্ট A: বহুনির্বাচনী প্রশ্ন

(সরবরাহকৃত উত্তরপ্রত্তের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর X চিহ্নিত কর)

 ১) এনজাইম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?

(1) তাপমাত্রার কারণেএনজাইমের এক্টিভ সাইটের সাংঘর্ষিক সম্ভাব্যতা (colliding probability) বৃদ্ধি করে

(2) অপটিমাম তাপমাত্রার (optimum temperature) উপরের তাপমাত্রায় কিছু এনজাইমের এক্টিভ সাইটের কোনো পরিবর্তন হয় না

(3) সকল এনজাইম একই pH সীমায় সক্রিয় থাকে

(4) pH এর মান পরিবর্তিত হলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরির সাথে জড়িত রাসায়নিক বন্ধনের পরিবর্তন হয়

(5)  অধিকাংশ এনজাইমের অপটিমাম (optimum) pH সীমা ৪-৮

 

২) প্লাজমামমেমব্রেন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?

(1) সকল প্লাজমামেমব্রেনে কোলেস্টেরল অণু থাকে

(2) প্লাজমামেমব্রেনের উভয় পাশে একই প্রকার গাঠনিক উপাদান থাকে এবং তাদের কাজ অভিন্ন

(3) প্লাজমামেমব্রেনে নিমজ্জিত প্রোটিন অণু এনজাইম ও হরমোন হিসেবে কাজ করে

(4) শুধুমাত্র প্লাজমামেমব্রেনের ফসফোলিপিড অণু পানি আকর্ষী ও পানি বিকর্ষী ধর্ম প্রদর্শন করে

(5)  প্লাজমামেমব্রেনে শুধুমাত্র ফসফোলিপিড অণু স্থান পরিবর্তন করতে পারে

 

৩) নিচের কোন অঙ্গাণুসমূহ গ্লাইকোলিপিড তৈরীর সাথে জড়িত?

(1) মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

(2) মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলজি বডি

(3) মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গ্লাইঅক্সিসোম

(4) গ্লাইঅক্সিসোম ও গলজি বডি

(5)  মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও লাইসোসোম

 

৪) মায়োসিস কোষ বিভাজনের সংঘটিত কয়েকটি প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো-

(a) মেটাফেজ প্লেটে সমজাতীয় (homologous) ক্রোমোসোম জোড় বাঁধে

(b) সমজাতীয় (homologous) ক্রোমোসোমের কিছু কিছু স্থানে ক্রসিং ওভার ঘটে থাকে

(c) কোষ বিভাজনে দুইটি হ্যাপ্লয়েড কোষ গঠিত হয়

(d) ক্রোমাটিডের সাথে ক্রোমোসোমগুলো দুই বিপরীত মেরুর দিকে ধাবিত হয়

(e)  সেন্ট্রোমিয়ারের বিচ্ছেদ ঘটে এবং ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়

মায়োসিস কোষ বিভাজনে ঘটা উপরোক্ত ঘটনাগুলোর সঠিক ক্রম নিচের কোনটি?

  • b, a, d, e ও c (2) b, d, a, e ও c (3) b, a, d, c ও e (4) b, a, c, d ও e (5) a, b, e, d ও c

 

৫) ফটোসিস্টেমের (photosystems) সাপেক্ষে নিচের কোন তথ্যটি সঠিক?

(1) ফটোসিস্টেম I ও ফটোসিস্টেম II উভয়েই সফলভাবে ৬৮০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে

(2) এটি শুধুমাত্র ক্লোরোফিল-a ও অন্যান্য সহযোগী পিগমেন্ট নিয়ে গঠিত

(3) ক্লোরোপ্লাস্টের থ্যালাকয়েড ল্যামেলা ও স্ট্রোমাতে ফটোসিস্টেম থাকে

(4) লাইট হার্ভেস্টিং কমপ্লেক্স প্রাইমারি ইলেক্ট্রন এসেপ্টর ধারণ করে

(5) ফটোসিস্টেম ইলেক্ট্রন দান ও গ্রহণ করতে পারে

 

৬) কোষীয় শ্বসনের সাপেক্ষে নিচের কোন তথ্যটি সঠিক?

(1) মানবদেহের সকল সজীব কোষে অক্সিডেটিভ ফসফরাইলেশন ঘটে

(2) গ্লিসার‌্যাল্ডিহাইড-৩ ফসফেট একটি ইন্টারমিডিয়েট উপাদান

(3) সবাত শ্বসনে এটিপি ব্যবহৃত হয় না

(4) সাইটোসলে পাইরুভেট রূপান্তরিত হয়ে অ্যাসিটাইল কো-এ উৎপন্ন হয়

(5) উদ্ভিদ কোষে উৎপাদিত এটিপি’র পরিমাণ ৩২

 

৭) ডারউইন ও রাসেল ওয়ালেস প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব প্রস্তাব করেন। প্রাকৃতিক নির্বাচনের প্রভাবে যে সকল ঘটনা ঘটে তা হলো—–

(1) সর্বোত্তম অভিযোজিত সদস্য দুর্বল অভিযোজিত সদস্য অপেক্ষা অধিক সন্তানাদি উৎপাদন করে

(2) পরিবেশের পরিবর্তন ঘটে

(3) পপুলেশনের মধ্যে জীন ফ্রিকোয়েন্সি হয়

(4) দুর্বলভাবে অভিযোজিত সদস্য টিকে থাকার সক্ষমতা হারিয়ে ফেলে

উপরোক্ত ঘটনাগুলোর সঠিক ক্রম কোনটি?

(1) 2 → 4 → 1 → 3

(2) 4 → 2 → 1 → 3

(3) 4 → 1 → 2 → 3

(4) 4 → 2 → 3 → 1

(5) 2 → 4 → 3 → 1

 

৮) একজন শিক্ষার্থী অঙ্গ ব্যবচ্ছেদ করা একটি জীব সংগ্রহ করল। নিচের কোন বৈশিষ্ট্য যাচাই করে জীবটি একটি স্থল উদ্ভিদ তা নিশ্চিত করা যাবে?

(1) প্রজন্মের পরিক্রমণ (alternation of generations)

(2) স্পোরোপোলেনিন

(3) ভাস্কুলার টিস্যু

(4) ফ্ল্যাজেলাযুক্ত স্পার্ম

(5) ভ্রুণ

 

৯) নেমাটোডের—–

(1) দেহ প্রাচীরে অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশীর স্তর আছে

(2) অধিকাংশ সদস্য সামুদ্রিক পরিবেশে বাস করে

(3) আণুবীক্ষনিক জীব

(4) পরিবহন তন্ত্র নেই

(5) উভকামী (bisexual) প্রাণী

 

১০) নিচের কোন শ্রেণীর (Class) জীবদেহে অভ্যন্তরীণ নিষেক (internal fertilization) হয়ে থাকে?

(1) Chondrichthyes, Osteichthyes ও Mammalia

(2) Amphibia, Mammalia ও Reptilia

(3) Chondrichthyes, Osteichthyes ও Reptilia

(4) Chondrichthyes, Reptilia ও Mammalia

(5) Osteichthyes, Reptilia ও Amphibia

 

১১) মানুষের প্রজননের সাথে জড়িত হরমোন সম্পর্কে নিচের কোন তথ্য সঠিক?

(1) ফলিকল স্টুমুলেটিং হরমোন (FSH) টেস্টোস্টেরন উৎপাদনের জন্য লেডিগ কোষকে (Leydig cells)  উজ্জিবিত করে

(2) সারটোলি কোষ (Sertoli cells) কর্তৃক উৎপাদিত ইনহিবিনের (Inhibin) কারণে লুটেনাইজিং হরমোন (LH) উৎপাদন বাঁধাগ্রস্থ হয়

(3) সারটোলি কোষ (Sertoli cells) কর্তৃক উৎপাদিত টেস্টোস্টেরনের কারণে লুটেনাইজিং হরমোন (LH) উৎপাদন বাঁধাগ্রস্থ হয়

(4) এন্টারেয়ির পিটুইটারি (anterior pituitary) নিঃসৃত লুটেনাইজিং হরমোন টেস্টোস্টেরন উৎপাদন প্রক্রিয়াকে উজ্জিবিত করে

(5) হাইপোথ্যালামাসের (hypothalamus) মাধ্যমে ইনহিবিন গোনাডোট্রপিন হরমোন রিলিজিং হরমোন (GnRH) উৎপাদনে বাঁধা দেয়

 

১২) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে মানব গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করলে নিচের কোনটি দেখা যেতে পারে?

(1) প্রত্যেক ফলিকলের (follicle) সর্ববহিস্থ স্তর হিসেবে জার্মিনাল এপিথেলিয়াম (Germinal epithelium)

(2) বর্ধমান ফলিকল যুক্ত মেডুলা (Medulla)

(3)  পরিপক্ক ডিম্বাণু

(4) সেকেন্ড পোলার বডি

(5) কর্পাস অ্যালবিক্যানস (Corpus albicans)

 

১৩) অডন্টয়িড প্রক্রিয়া (Odontoid process) দেখা যায়—–

(1) টেম্পোরাল হাড়ে

(2) অ্যক্সিস ভার্টেবরাতে (axis vertebra)

(3) ফলক বা স্টার্নামে

(4) থোরায়িক ভার্টেবরাতে (thoracic vertebra)

(5) ম্যান্ডিবলে (mandible)

 

১৪) pons Varolii-এ দেহের উল্লম্ব অক্ষের সমকোণে মানুষের মস্তিষ্ককে পর্যবেক্ষণ করলে নিচের কোনটি দেখা যেতে পারে?

(1) থ্যালামাস (Thalamus)  

(2) সেরেব্রাম (Cerebrum)

(3) সেরেবেলাম (Cerebellum)

(4) মধ্য মস্তিষ্ক

(5) মেডুলা অবলংগাটা (Medulla oblongata)

 

১৫) নিউরনের অ্যাকশন পটেনশিয়াল বিষয়ে নিচের কোন তথ্য সঠিক?

(1) মেমব্রেন পটেনশিয়ালের যে কোনো পরিবর্তনে অ্যাকশন পটেনশিয়াল উৎপন্ন হয়

(2) নিউরনের মধ্যে পটাশিয়াম আয়নের অন্তঃপ্রবাহের ফলে ডিপোলারাইজেশন ঘটে

(3) রিপোলারাইজেশন ধাপে সোডিয়াম চ্যানেল উৎপন্ন হয়

(4) হাইপারপোলারাইজেশন ধাপে পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়

(5) অ্যাক্সনের একটি স্থানে সোডিয়াম আয়নের অন্তঃপ্রবাহের ফলে অ্যাকশন পটেনশিয়াল উৎপন্ন হয়

 

১৬) নিচের শ্বসন পিগমেন্টের মধ্যে কোনটি সংরক্ষণের কাজ করে?

(1) হিমোগ্লোবিন  (Haemoglobin)

(2) হিমোইরিথ্রিন (Haemoerythrin)

(3) ক্লোরোক্রুরিন (Chlorocruorin)

(4) হেমোসায়নিন (Haemocyanin)

(5) মায়োগ্লোবিন (Myoglobin)

 

১৭) একজন ব্যক্তি স্ট্রোক করার কারণে স্বেচ্ছাসেবী পেশীর (voluntary muscle) সংকোচন ক্ষমতা হারিয়ে ফেলে। খুব সম্ভবত এই স্ট্রোক সংঘটিত হয়েছে—–

(1) সেরেব্রামে (cerebrum)

(2) থ্যালামাসে (thalamus)

(3) হাইপোথ্যালামাসে (hypthalamus)

(4) মধ্য মস্তিষ্কে (Mid brain)

(5) মেডুলা অবলংগাটাতে (Medulla oblongata)

 

১৮) মানুষের হৃৎপিন্ড সম্পর্কে নিচের কোনটি সত্য?

(1) এর সর্ববহিস্থ স্তর সেরাস পেরিকার্ডিয়াম (serous pericardium) নামে পরিচিত

(2) ঘনকাকৃতির এপিথেলিয়াল কোষ দিয়ে এন্ডোকিার্ডিয়াম গঠিত

(3) মায়োকার্ডিয়াম রক্তনালীগুলির আস্তরণের সাথে ক্রমাগত থাকে।

(4) মায়োকার্ডিয়ামের উপরের অংশ অপেক্ষা নিচের অংশ পুরু

(5) ট্রাইকাসপিড ভালভ (Tricuspid valve) হৃৎপিন্ডের বামপাশে থাকে

 

১৯) মানুষের পাকস্থলী সম্পর্কে নিচের কোন তথ্য সঠিক নয়? 

(1) এটি একটি সঞ্চয়ী অঙ্গ (storage organ) হিসেবে কাজ করে

(2) এটি শোষণের কাজ করে

(3) এটি অন্তঃস্রাবী (endocrine) হিসেবে কাজ করে

(4) এটি প্রতিরক্ষার সাথে জড়িত

(5) এর প্রধান কোষ দিয়ে পেপসিন (Pepsin) নিঃসৃত হয়

 

২০) মানুষের যকৃতের একটি নির্দিষ্ট কাজ হলো————

(1) পিত্ত সঞ্চয় করা

(2) ইন্টারফেরন নিঃসরণ

(3) লোহিত রক্ত কণিকা গঠন করা

(4) ভিটামিন বি ১২ সঞ্চয় করা

(5) ফাইব্রিন উৎপন্ন করা

 

২১) মানুষের শ্বাসযন্ত্রের ব্যাধির সাপেক্ষে নিচের কোন তথ্যটি সঠিক?

1) বাতাসের ধূলার কারণে যক্ষা রোগ হয়

(2) ধূলার কণায় ব্রঙ্কিওল বন্ধ হয়ে অ্যাজমা রোগ হয়

(3) শ্বাসনালীর সিলিয়ার ক্রিয়া বন্ধ হলে ফুসফুস ক্যান্সার হয়

(4) ফুসফুস কোষে থাকা ঘাতক কোষ অ্যাসবেস্টোস তন্তুগুলোকে ধ্বংস করে অ্যাসবেস্টোসিস রোগ নিয়ন্ত্রণ করে

(5) ফুসফুস কোষে থাকা T- কোষ সিলিকা কণা ভক্ষণ করে সিলিকোসিস রোগ নিয়ন্ত্রণ করে

 

২২) নিচের কোন শ্বসন পিগমেন্ট-সংবহনতন্ত্রের সমন্বয় সঠিক নয়?

1) হেমোগ্লোবিন (Haemoglobin)=দ্বৈত সংবহনতন্ত্র

(2) হেমোগ্লোবিন (Haemoglobin)=একক সংবহনতন্ত্র

(3) হেমোসায়ানিন (Haemocyanin)=আবদ্ধ সংবহনতন্ত্র

(4) হেমোইরিথ্রিন (Haemoerythrin)= আবদ্ধ সংবহনতন্ত্র

(5) ক্লোরোক্রুওরিন (Chlorocruorin)= আবদ্ধ সংবহনতন্ত্র

 

২৩) প্রাণীদের ইমিউন সিস্টেম (immune system) সম্পর্কে নিচের কোন তথ্য সঠিক?

1) মানুষের অ্যাডাপটিভ ইমিউনিটির (adaptive immunity) সাথে ফ্যাগোসাইটিক কোষ জড়িত

(2) মানুষের ইনেট ইমিউনিটিতে (Innateimmunity) সেবাসিয়াস গ্লান্ড (Sebaceous glands) অবদান আছে

(3) মলাস্কের (mollusks) অ্যাকিউরড ইমিউনিটির (acquired immunity) সাথে T-লিম্ফোসাইট জড়িত

(4) প্রাণীদেহের ইনফ্ল্যামেটরি (inflammatory) প্রতিক্রিয়ার সাথে B-লিম্ফোসাইট জড়িত

(5) মানুষের যোজক কলায় বিদ্যমান নিউট্রাফিল থেকে হিস্টামিন উৎপন্ন হয়

 

২৪) প্রাণী ও তাদের ‍প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?

1) হাঙর=অ্যামোনিয়া

(2) ব্যাঙাচি=ইউরিয়া

(3) কার্পজাতীয় মাছ=অ্যামোনিয়া

(4) ব্যাঙ=ইউরিক এসিড

(5) স্থল শামুক=ইউরিয়া

 

২৫) একবীজ পত্রী উদ্ভিদের মূলের গঠনের সাথে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গঠনে বেশ পার্থক্য রয়েছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ‍ মূলে——-

1) পেরিসাইকেলের অভ্যন্তরে এন্ডোডার্মিস থাকে

(2) প্যারেনকাইমা কোষের অন্তঃসার (core) মধ্যভাগে অবস্থিত

(3) অধিক সংখ্যক ভাস্কুলার বান্ডল থাকে

(4) পেরিসাইকল বিভাজনক্ষম হয়

(5) কর্টিক্যাল এপোপ্লাস্টের (cortical apoplast) সাথে ভাস্কুলার এপোপ্লাস্টের (vascular apoplast) প্রতিবন্ধক হিসেবে এন্ডোডার্মিস কাজ করে

 

২৬) সাধারণত গাছের বয়স্ক ও অধিক পরিপক্ক পাতায় ক্লোরোসিস হয়। নিচের কোনটির ঘাটতির কারণে ক্লোরোসিস দেখা দিতে পারে?

1) নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম

(2) অক্সিজেন ও নাইট্রোজেন

(3) সালফার ও ক্যালসিয়াম

(4) ফসফরাস ও সালফার

(5) হাইড্রোজেন ও ম্যাগনেসিয়াম

 

২৭) গুপ্তবীজী (Angiosperms) উদ্ভিদে ডাবল ফার্টিলাইজেশন হওয়ার পর ভ্রুণ ও এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের জেনোটাইপ কেমন হবে? 

(1) ভ্রণ Y, এন্ডোস্পার্ম XY

(2) ভ্রণ XY, এন্ডোস্পার্ম XY

(3) ভ্রণ XY, এন্ডোস্পার্ম XYY

(4) ভ্রণ XY, এন্ডোস্পার্ম XXY

(5) ভ্রণ XX, এন্ডোস্পার্ম XXY

২৮) পাতার স্টোম্যাটা খোলা বৃদ্ধিতে নিচের কোন বর্ণ কার্যকরী ভূমিকা পালন করবে?  

(1) লাল

(2) ফার রেড (far red)

(3) নীল (blue)

(4) লাল এর পরে far red (5) far red এর পরে লাল

 

২৯) নিচের কোন পদ্ধতি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে বিবেচিত নয়?   

(1) লিগনিন উৎপাদন

(2) অ্যাবসিশন (abscission) স্তর গঠন

(3) মোমের আবরণ

(4) কোষ প্রাচীর অবক্ষয়কারী এনজাইম গঠন(5) লবণ থলির (salt glands) উপস্থিতি

৩০) পানির পটেনশিয়াল (water potential)———-   

(1) দ্রবণের পটেনশিয়াল (solute potential) ও চাপ পটেনশিয়ালের (pressure potential)  পার্থক্য

(2) এর মান শূন্য বা ঋণাত্বক

(3) মেমব্রেনর মধ্য দিয়ে পানির প্রবাহের ফলে উৎপন্ন হয়

(4) কোষের মধ্যে পানির গতিপথের দিক নির্ধারণ করে (5) বাহ্যিক চাপ প্রয়োগ ছাড়া বিশুদ্ধ পানির জন্য মান 1.0 MPa

৩১) নিচের কোন তথ্য সত্য?    

(1) পুরুষ মানুষের দেহে ২৩ টি ভিন্ন ক্রোমোসোম থাকে

(2) মানবদেহে x ক্রোমোসোমের চেয়ে y ক্রোমোসোম লম্বা

(3) কিছু কিছু ক্ষেত্রে একটি অ্যালিল ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ করে

(4) মহিলাদের দেহে অধিকাংশ X-যুক্ত রিসেসিভ ডিসঅর্ডার দেখা যায়  (5) X-ক্রোমোসোম শুধুমাত্র লিঙ্গ সম্পর্কিত বৈশিষ্ট্য ধারণ করে

 

৩২) নিচের কোন তথ্যটি সঠিক?

(1) একটি পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি সময়ের সাথে উঠানামা করে

(2) পৃথকীকরণ পপুলেশনে (isolated population) হোমোজাইগাস হ্রাস পায় এবং হেটারোজাইগাস বৃদ্ধি পায়

(3) ইনব্রিডিং পপুলেশনে (inbreeding population) হেটারোসিস বৃদ্ধি পায়

(4) প্রাকৃতিক পপুলেশনের ক্ষেত্রে হার্ডিওয়েনবার্গ সমীকরণ খুব সাধারণ অবস্থা হিসেবে প্রতীয়মান হয়

(5) আন্ত:নির্দিষ্ট ব্রিডিংয়ে কখনো উর্বর সন্তান-সন্তনি উৎপন্ন হয় না

 

৩৩) সঠিক সমন্বয় নির্ধারণ করুন:-

(1) লাল সবুজ বর্ণান্ধ= প্লিওট্রপি (Pleiotropy)

(2) ABO রক্তের গ্রুপ= পলিজিন (polygene)

(3) গৃহপালিত পাখির পালকের রঙ= অব্যহত (recessive) এপিস্ট্যাসিস

(4) সিস্টিক ফাইব্রোসিস= প্লিওট্রপি (Pleiotropy)

(5) সন্ধ্যামালতী ফুলের রঙ=কো-ডমিনেন্স (Co-dominance)

 

৩৪) নিচের কোন তথ্যটি সঠিক?

(1) শক্তভাবে কুণ্ডলিত ক্রোমাটিনকে বলা হয় ইউক্রোমাটিন (euchromatin)

(2) ক্রোমাটিনের স্ক্যাফফোল্ড আরএনএ দিয়ে গঠিত

(3) ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের ডোমেনগুলো সুপারকোয়েলড (supercoiled)

(4) শুধুমাত্র নিউক্লিওসোমে হিস্টোন প্রোটিন থাকে

(5) ক্রোমাটিনের গাঢ় রঞ্জিত এলাকাকে ইউক্রোমাটিন বলে

 

৩৫) ডিএনএ  রেপ্লিকেশনের সময় সংগঠিত কিছু ক্রিয়া নিম্নে দেওয়া হল:-

A-লাইগেজ ফসফোডাইএস্টার বন্ধন গঠন করে

B-টেম্পলেট বাহুর সাথে এসএসবি প্রোটিন (SSB protein) যুক্ত হয়

C-পলিমারেজ-I প্রাইমারের উপর কাজ করে

D- পলিমারেজ-III বর্ধমান বাহুতে নিউক্লিওটাইডগুলোকে একত্রিত বা সংঘবদ্ধ করে

E- টেম্পলেট বাহুর সাথে প্রাইমার যুক্ত হয়

নিচের কোনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় ঘটা বিভিন্ন প্রতিক্রিয়ার ধারাবাহিক ক্রম প্রকাশ করে?

(1) E,B,D,A,C                       (2) B,E,D,C,A                        (3) B,E,C,D,A                              (4) B,E,D,A,C                                (5) E,B,D,C,A

 

৩৬) জিএমও বা এলএমও (GMO/LMO) সম্পর্কে নিচের অসত্য তথ্য যাচাই কর-

(1) প্রাকৃতিকভাবে জিএমও হতে পারে

(2) জিএমও এর ক্ষেত্রে সাধারণত আনুভূমিক জিন ট্রান্সফার ঘটে থাকে

(3) জীববৈচিত্রকে প্রভাবিত করে এমন জিএমও এর জন্য কার্টাগানো প্রটোকলের উদ্ভব

(4) এখন অবধি শ্রীলংকায় জৈবনিরাপত্তা ফ্রেমওয়ার্ক আইনগত রূপ লাভ করে নি

(5) জিএমও উৎপাদন প্রাকৃতিক নির্বাচনের বিরুদ্ধে যায়

 

৩৭) ডেট্রিওভোরস (detritivores) সম্পর্কে নিচের কোন তথ্য সত্য?

(1) তারা সরাসরি রাসায়নিক উপাদানকে প্রাথমিক খাদ্যে রিসাইক্লিং করে

(2) প্রাথমিক খাদক গ্রহণ করে এমন জৈব উপাদানের সংশ্লেষণ ঘটায়

(3) তারা সকল খাদ্যস্তরের জৈব উপাদানকে অজৈব উপাদানে রূপান্তর করে

(4) তারা এক প্রকার এনজামের নিঃসরণ ঘটায় যারা বর্জ্য পদার্থের জৈব উপদানকে CO2 ও H2O রূপান্তর করে

(5) এদের কিছু প্রজাতী স্বভোজী (autotrophic) ও কিছু প্রজাতি পরভোজী (heterotrophic)

 

৩৮) নিচের কোন সমন্বয় কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের একটি কমিউনিটি (community) প্রকাশ করে?

(1) Drypetes sepiaria, Manilkara hexandra, Diospyros ebenum

(2) বল্গা হরিণ (Caribou), রেইনডিয়ার (Reindeer), বাদামী ভালুক (brown bear)

(3) গোলাপী মুখের হনুমান (Purple faced langur), শ্রীলংকার হলুদ কানওয়ালা বুলবুলি, শ্রীলংকান স্লেন্ডার লরিস

(4) Phyllanthus emblica, Spinifex littoreus, Imperata cylindrica

(5) কৃষ্ণসার মৃগ (Antelope), সিংহ, প্রেইরি কুকুর

 

৩৯) মানবদেহে বিদ্যমান অণুজীবের ক্ষেত্রে নিচের কোন তথ্য সত্য?

(1) সুস্থ মানুষের অভ্যন্তরীণ টিস্যু অসংখ্য অনুজীব ধারণ করে

(2) বৃহদান্ত্রে বাস করা coli ব্যাকটেরিয়া ক্ষতিকর নয়

(3) প্রোবায়োটিকস (Probiotics) হল সুবিধাবাদি (opportunistic) জীবাণু

(4) কিছু অণুজীব প্রোটিন এন্ডোটক্সিন উৎপন্ন করে

(5) মানব প্রভ্রূণের (foetus) অন্ত্র ব্যাকটেরিয়া ধারণ করে

 

৪০) নিচে প্রদত্ত নাইট্রোজেন চক্রের আলোকে উল্লেখিত প্রশ্নের উত্তর দিন-

সঠিক ‘অণুজীব-তাদের কাজ’ এর সমন্বয় নির্বাচন করুন

  নাইট্রোসোমোনাস সিউডোমোনাস নাইট্রোব্যাক্টার অ্যাজোটোব্যাক্টার অ্যাগারিকাস
1 C E D A B
2 C E C A B
3 B C C A D
4 C D C A B
5 A D E C E

 

 পার্ট B: সত্য-মিথ্যা যাচাই নির্ভর প্রশ্ন

সরবারহৃত উত্তরপত্রে সঠিক উত্তর চিহ্নিত কর। শুধুমাত্র X চিহ্ন ব্যবহার কর

১) এনজাইমের অ্যালোস্টেরিক রেগুলেশন সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর সত্য-মিথ্যা যাচাই কর-

1) অ্যালোস্টেরিক এক্টিভেটর সবসময় সক্রিয় প্রান্তের সাথে যুক্ত হয়

2) কোঅপারেটিভিটি (Cooperativity) এক প্রকার অ্যালোস্টেরিক এক্টিভেটর

3) একটি নিরোধক (inhibitor) রেগুলেটরি প্রান্তের সাথে যুক্ত থেকে এনজাইমের সক্রিয় রূপকে স্থিতিশীল করে।

4)  তাপমাত্রা অ্যালোস্টেরিক রেগুলেশনের উপর কোনো প্রভাব ফেলে না

5)  অ্যালোস্টেরিক নিরোধক (inhibitor) বিপরীতমুখী নন-কমপেটিটিভ নিরোধক

 

২) প্রোটিন সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) সকল প্রোটিন কোষে পরিবর্তিত হয়

2) প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি লেভেলের বিন্যাসের মাধ্যমে মায়োগ্লোবিন (Myoglobin)  গঠিত হয়

3) হেমোগ্লোবিনে (Haemoglobin) আলফা হেলিক্স ও বিটা পিলেটেড শিট থাকে

4) পার্শ্বীয় শিকল ও অ্যামাইনো এসিডের R-গ্রুপের পারস্পারিক ক্রিয়ার মাধ্যমে প্রোটিনের থ্রিডি (3D) গঠন রূপ লাভ করে

5) একটিমাত্র পলিপেপটাইড শিকল দিয়ে কিছু কোয়াটারনারি গাঠন (quaternary structures) সৃষ্টি হয়

 

৩) সালোকসংশ্লেষণ সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) আলোক নিরপেক্ষ (Light independent) বিক্রিয়ার সাথে রিডাকটেজ এনজাইম জড়িত

2) সাধারণত মেসোফিলে কোষে রুবিসকো (Rubisco) থাকে না

3) কার্বন-৪ (C4) উদ্ভিদের বান্ডল সিথ কোষে কার্বোক্সিলেশন ও ডিকার্বোক্সিলেশন ঘটে থাকে

4) কার্বন-৩ ও কার্বন-৪ উভয় উদ্ভিদ দেহে ২-ফসফোগ্লাইকোলেট (2 phosphoglycolate) উৎপন্ন হয়

5) রুবিসকোর (Rubisco)  ক্ষেত্রে CO2 ও O2 প্রতিযোগী ‍উপাদান

 

৪) জীববৈচিত্র্যের বিবর্তন সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) প্রোটোসেলের আরএনএ স্ব-প্রতিলিপি তৈরী করতে পারে এবং এনজাইম হিসেবে কাজ করে

2) অবাত সংশ্লেষণের মাধ্যমে জৈব মনোমার উৎপন্ন হয় তা প্রমাণে বিজ্ঞানীদের কাছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই

3) সায়ানোব্যাকটেরিয়া হলো প্রথম সালোকসংশ্লেষী জীব

4) সবচেয়ে প্রাচীন প্রোটিস্টার (protists) ফসিলের সাথে সবুজ শৈবালের মিল আছে

5) ক্যামব্রিয়ার পিরিওয়েডর পূর্বে সর্বপ্রথম নিডারিয়ান (Cnidarians) ও মলাস্ক (molluscs) জীব দেখা  গিয়েছিল

 

৫) নিডারিয়ান (Cnidarians সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) প্রকৃত মাংসপেশীর টিস্যু না থাকায় তারা চলনে অক্ষম

2) তারা পূর্ণাঙ্গ খাদ্যনালী বিশিষ্ট ক্ষুদ্রত্তম জীব

3) পলিপ ও মেডুসা দুই ধরণের দৈহিক গঠন দেখা যায়

4) এদের আওতাভুক্ত সকলে সামুদ্রিক প্রাণী

5) তাদের নিডোসাইটযুক্ত কর্ষিকা থাকে

 

৬) মানুষের রিসেপ্টর সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) প্যাসিনিয়ান কর্পাসকেল হল মেকানোরিসেপ্টর

2) রুফিনি কর্পাসকেল ঠান্ডা সনাক্ত করে

3) অলফ্যাক্টরি রিসেপ্টর সিলিয়া ধারণ করে

4) সেন্সোরি রিসেপ্টর সবসময় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে

5) পেইন রিসেপ্টর নিউরনের শেষ প্রান্ত থেকে উৎপন্ন বিশেষ প্রকার সূক্ষ শাখা

 

৭) মানুষের মানুষের ভ্রুণের বিকাশ সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) ট্রফোব্লাস্ট (Trophoblast) এনজাইম নিঃসরণ করতে পারে

2)  ট্রফোব্লাস্ট (Trophoblast) হরমোন নিঃসরণ করতে পারে

3) ব্লাস্টোসিস্ট ধাপে ইমপ্লান্টেশন ঘটে

4) জরায়ু প্রাচীর থেকে মরুলা (Morula) পুষ্টি পায়

5) অ্যামনিয়ন (Amnion) মূত্রথলির বিকাশের সাথে যুক্ত

 

৮) মানুষের কঙ্কালতন্ত্র সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) তিন জোড়া পাঁজর স্টার্নামের (sternum) সাথে যুক্ত হয় না

(2) স্টার্নাম (sternum)  ক্ল্যাভিকলের (clavicles) সাথে যুক্ত হয়

(3) ককিক্স (Coccyx) স্যাক্রামের (sacrum) সাথে যুক্ত হয়

(4) থোরাসিক কশেরুকা হলো বৃহত্তম কশেরুকা

(5) একটি কটিদেশীয় কশেরুকার (lumbar vertebra) মধ্যে দুই জোড়া আর্টিকুলেটরি ফেসেট (articulatory facets) থাকে

 

৯) মানুষের  বৃক্কের ডিস্টাল কনভলুটেড টিউবিউল (DCT) সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) রক্তের Ph লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে

2) রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে ভূমিকা রাখে

3) রক্ত চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে

4) গ্লোমেরুলার ফিল্ট্রেটের বড় অংশ এটিতে পুনরায় শোষিত হয়

5) এটি অ্যামোনিয়া নিঃসরণ করে

 

১০) মানুষের  পরিপাকতন্ত্র সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) ক্যাকাম (Caecum) হল কোলনের একটি অংশ

2) মানুষের কোলনে ভিটামিন ডি উৎপন্ন হয়

3) পরিপাক ক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়েজ দ্বারা নিউক্লিক এসিড থেকে নাইট্রোজেনাস বেস উৎপন্ন হয়

4)  ক্ষুদ্রান্তে গ্লুকোজ শোষণের জন্য শক্তি প্রয়োজন

5) ক্ষুদ্রান্তে পানি শোষণের জন্য শক্তি প্রয়োজন

 

১১) মানুষের কিছু রোগ সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) অগ্ন্যাশয়ের  কোষকে সাইটোটক্সিক T লিম্ফোসাইট আক্রমণ করলে ডায়াবেটিস মেলিটাস টাইপ-২ দেখা দেয় ।

2) যখন সাইটোটক্সিক T কোষ অ্যক্সন মেমব্রেনকে আক্রমণ করে, তখন বহুসংখ্যক স্কেলোরোসিস সংঘটিত হয়

3) পেশি সংযোগের চারপাশের টিস্যুতে যখন অ্যান্টিবডি আক্রমণ করে, তখন বহুসংখ্যক স্কেলোরোসিস সংঘটিত হয়

4) মহিলাদের তুলনায় পুরুষদের অটোইমিউন রোগ বেশি হয়

5) জীনতাত্ত্বিক কারণে রিউম্যাটয়েড আথ্রিটিস হয়ে থাকে

 

১২) মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) এর সাথে ঋণাত্বক ফিডব্যাক মেকানিজম জড়িত

2) এর সাথে পন ভ্যারোলি (Pons Varolii) জড়িত

3) মেডুলা অবলংগাটায় এক জোড়া শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রন কেন্দ্র আছে

4) ফুসফুসের টিস্যুতে স্ট্রেচ রিসেপ্টর থাকে

5) যখন রক্তে অক্সিজেনের ঘনমাত্রা অপটিমাম লেভেল থেকে সামান্য কমে যায়, তখন শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র উজ্জীবিত হয়

 

১৩) কাষ্ঠল কান্ডের সাথে সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) ভাস্কুলার ক্যাম্বিয়ামের বিবর্ধিত অংশ ভাস্কুলার রশ্মি নির্গত করে

2) পেরিডার্ম দিয়ে পানি ও গ্যাস পরিবাহিত হয় না

3) ক্ষণিক পরে কর্ক ক্যাম্বিয়াম ভেঙে যায় এবং এর বহিস্থভাগ থেকে কর্ক ক্যাম্বিয়াম উৎপন্ন হয়

4) গ্রীষ্মকালীন কাঠের ভেসেল অপেক্ষা  গ্রীষ্মকালীন কাঠের ভেসেলের লুমেন প্রশস্থ হয়

5) নরম কাঠে জাইলেম ভেসেলের ঘাটতি থাকে

 

১৪) উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) অ্যাবসিসিক এসিড গাছকে খরায় প্রতিক্রিয়া দেখাতে সহযোগিতা করে

2) উদ্ভিদ দেহের সকল বৃদ্ধি নিয়ন্ত্রক উৎস থেকে নির্ধারিত কোষের ট্রিগার রিস্পোন্সমুখী প্রবাহিত হয়

3) পাতার অ্যাবসিশনের (abscission) জন্য অক্সিন ও ইথিলিন অ্যান্টাগোনিসটিক (antagonistic) প্রতিক্রিয়া তৈরী করে

4) পাতার সিনেসেন্সের (senescence) ক্ষেত্রে সাইটোকাইনিন ও ইথিলিন একই প্রতিক্রিয়া প্রদান করে

5) ইথিলিন কান্ডের দীর্ঘায়নে বাঁধা দেয় এবং আনুভূমিক বৃদ্ধির প্রসারণ ঘটায়   

 

১৫) উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) অ্যাবসিসিক এসিডের কারণে গাছ খরা প্রবণ এলাকায় জৈবিক প্রতিক্রিয়া দেখায়

2) উদ্ভিদ দেহের সকল বৃদ্ধি নিয়ন্ত্রক উৎস থেকে নির্ধারিত কোষের ট্রিগার রিস্পোন্সমুখী প্রবাহিত হয়

3) পাতার অ্যাবসিশনের (abscission) জন্য অক্সিন ও ইথিলিন অ্যান্টাগোনিসটিক (antagonistic) প্রতিক্রিয়া তৈরী করে

4) পাতার সিনেসেন্সের (senescence) ক্ষেত্রে সাইটোকাইনিন ও ইথিলিন একই প্রতিক্রিয়া প্রদান করে

5) ইথিলিন কান্ডের দীর্ঘায়নে বাঁধা দেয় এবং আনুভূমিক বৃদ্ধির প্রসারণ ঘটায়

 

১৬) জীন ক্লোনিং সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) কিছু ক্ষেত্রে প্লাজমিড ভেক্টরের জীন বিলুপ্ত হয়

2) জীন ক্লোনিংয়ে কখনো লাইগেজ এনজাইম ব্যবহৃত হয় না

3) এই পদ্ধতিতে কয়েকটি ডিএনএ খন্ড পাওয়া যায়

4) রিকমবিনেন্ট ডিএনএতে সন্নিবেশিত হয়েছে কী না তা যাচাইয়ে নির্দিষ্ট মার্কার ব্যবহৃত হয়

5) কোনো রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে প্লাজমিড ভেক্টরের পলিক্লোনিং সাইটের প্লাজমিড ডিএনএ আলাদা করা যেতে পারে।

 

১৭) পলিমারেজ চেইন বিক্রিয়া (PCR) সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) এই পদ্ধতিতে অসংখ্য জীন পাওয়া যায়

2) নির্ধারিত ডিএনএ বিকাশের জন্য ডিএনএ পলিমারেজ III ব্যবহৃত হয়

3) বিকশিত ডিএনএ পর্যবেক্ষণের জন্য জেল ইলেক্ট্রোফোরেসস (gel electrophoresis) প্রবাহিত করা প্রয়োজন।

4) পিসিআর সাইকেলের প্রাথমিক ধাপে কাঙ্খিত বিন্যাস এর পরিবর্তে সংক্ষিপ্ত বিন্যাস গঠিত হয়

5) টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে প্রাইমার সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অ্যানিলিং তাপমাত্রা (Annealing temperature) গুরুত্বপূর্ণ

 

১৮) নিচের চিত্রে দুইজন ব্যক্তির (A, B) ডিএনএ বিন্যাস দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের জীন স্বাভাবিক, অন্যজনের জীন ত্রুটিপূর্ণ।  A ও B ব্যক্তির জীনের বিন্যাস বিবেচনা করে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-  

1) A ব্যক্তির ক্রোমোসোমে জীনের দ্বিত্ত্ব (duplication) এবং B ব্যক্তির ক্রোমোসোমে জীনের ডিলেশন (deletion) হয়েছে।

2) A ব্যক্তির জীনের কোনো অংশে স্বাভাবিক বিন্যাস আছে এবং  B ব্যক্তির ক্রোমোসোমে জীনের একটি অংশের ডিলেশন (deletion) হয়েছে।

3) উভয় ক্ষেত্রে নির্দিষ্ট জীনের কোডিংকৃত প্রোটিনের স্বাভাবিক টারশিয়ারি (tertiary) গঠন আছে।

4) প্রদত্ত বিন্যাসের আলোকে A ব্যক্তির পলিপেপটাইড শিকলের একই অ্যামাইনো এসিডে ন্যূনতম দুইটি অণু আছে।

5) A ব্যক্তির পলিপেপটাইড শিকলে একটি অ্যামাইনো এসিডের ঘাটতি আছে।

 

১৯) বৈশ্বিক জলবায়ু সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) CO2, CO, NO2 ও SO2 গ্রিন হাউস গ্যাস।

2) বৈশ্বিক উষ্ণতা ‍বৃদ্ধিতে ওজন স্তর ভূমিকা রাখে

3) উত্তর মেরুর অঞ্চলে বৃহৎ আকারে ওজন স্তরের ছিদ্র দেখা যেতে পারে

4) বনভূমি উজাড়ের (Deforestation) ফলে কার্বন সিকোস্ট্রেশন (sequestration) ক্ষমতা হ্রাস পায়

5)  ব্লাক কার্বন হলো বৃহৎ কার্বন কণা যা তাপ শোষণ করতে পারে

 

২০) ভাইরাস সম্পর্কে প্রদত্ত তথ্যগুলোর মধ্যে সত্য () ও মিথ্যা (X) যাচাই কর-

1) প্রতিলিপি তৈরির জন্য জীবিত কোষ দরকার

2) আরএনএ ভাইরাস যেম কোভিড ১৯-এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম (reverse transcriptase enzyme) থাকে

3) উত্তর মেরুর অঞ্চলে বৃহৎ আকারে ওজন স্তরের ছিদ্র দেখা যেতে পারে

4) ব্যাকটেরিওফেজের লাইসোজেনিক চক্রে পোষক কোষের লাইসিস (Lysis) ঘটে

5)  এনভেলপড ভাইরাস মোটামুটিভাবে গোলাকার  

উত্তরপত্র

পার্ট A: বহুনির্বাচনী প্রশ্ন
নং উত্তর নং উত্তর নং উত্তর নং উত্তর নং উত্তর
4 2,4 ১৭ 1 ২৫ 4 ৩৩ 4
1,2,3,4 ১০ 4 ১৮ 4 ২৬ 1 ৩৪ 3
2 ১১ 4 ১৯ 5 ২৭ 3 ৩৫ 2
3 ১২ 5 ২০ 4 ২৮ 2 ৩৬ 1
5 ১৩ 2 ২১ 3 ২৯ 5 ৩৭ 3
2 ১৪ 1,3 ২২ 3 ৩০ 4 ৩৮ 1
1 ১৫ 5 ২৩ 2 ৩১ 3 ৩৯ 1,2,3,4,5
2,5 ১৬ 5 ২৪ 3 ৩২ 1,5 ৪০ 2
পার্ট B: সত্য-মিথ্যা যাচাই নির্ভর প্রশ্ন
নং সত্য নং সত্য নং সত্য নং সত্য নং সত্য
2,5 5 1,2,3,5 ১৩ 2,4,5 ১৭ 1,3,5
2,3,4 1,3,4,5 ১০ 4 ১৪ 1,3,5 ১৮ 2,4,5
3,5 1,2,3 ১১ 5 ১৫ 1,3,4,5 ১৯ 1,2,4
1,3,5 2,3,5 ১২ 1,2,3,4 ১৬ 1,3,4 ২০ 1,2,5

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো ব্লগ পড়ুন

শ্রীলংকা জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ (প্রশ্ন ও উত্তর)

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের প্রস্তুতি সহায়ক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রশ্ন বাংলায়

Read more »